বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না। এসব গুজব ছড়িয়ে মূলত জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (২৪ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি ।
স্ট্যাটাসে রাশেদ খান লিখেন, বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না। এসব গুজব ছড়িয়ে মূলত জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে। এসব কথা যারা বলছে, তারাই মূলত ১/১১ চায় কি না, সেটি নিয়ে সন্দেহ। কারণ তাদের আষ্টেপৃষ্ঠে আছে ১/১১ এর কুশীলবরা। তাদের পরামর্শেই এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে কি না, সেটি নিয়ে সন্দেহ সংশয় থেকে যায়।
তিনি লিখেন, বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা কেউ থামাতে পারবেনা, ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রত্যাশা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে এবং নতুন ইতিহাস রচনা করবে। আর সেজন্য রাজনৈতিক সহনশীলতা ও ঐক্য অত্যন্ত জরুরি।
আপনার মতামত লিখুন :