সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনাকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, এ বিষয়েও রুল জারি করেছেন আদালত। সোমবার (২ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বুধবার (৪ জুন) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
প্রশন্ত কুমার বলেন, ‘সাইদুল করিম মিন্টুর নাম এফআইআরে উল্লেখ ছিল না। একই সঙ্গে আদালতে স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেননি তিনি। এসব বিবেচনায় আদালত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। এ ছাড়া তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।’
এর আগে গত বছরের ১২ মে চিকিৎসার কথা বলে বাংলাদেশ থেকে ভারতে যান এমপি আনার। এরপর কলকাতার বরাহনগরের এক বন্ধুর বাড়িতে উঠলেও পরদিন নিখোঁজ হন তিনি। প্রায় ১০ দিন পর নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তার হত্যার প্রমাণ (রক্তের দাগ) মিললেও মরদেহ পাওয়া যায়নি।
এ ঘটনায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরে বাংলা নগর থানায় অপহরণ ও খুনের অভিযোগ এনে মামলা করেন। পরে ১১ জুন ধানমন্ডি থেকে মিন্টুকে ডিবি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।

 
                            -20250604165106.jpg) 
                                    -20250604161641.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন