রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৫:০৩ পিএম

আমাদের নতুন সংবিধান লাগবে: সারজিস আলম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৫:০৩ পিএম

বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি- সংগৃহীত

বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান রেখে কখনোই বাংলাদেশপন্থি বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি সমাবেশস্থলে যোগ দেন এবং পরে মঞ্চে বক্তব্য প্রদান করেন।

সারজিস আলম বলেন, ‘আমরা এক জুলাই পার করে আরেক জুলাইতে এসেছি। কিন্তু এখনও মুজিববাদীদের ষড়যন্ত্র থেমে নেই। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে আছে। মুজিববাদ শুধু একটি রাজনৈতিক মতবাদ নয়, এটি একটি আদর্শ, যার বিরুদ্ধে শুধু আইন দিয়ে মোকাবিলা করা যাবে না; প্রয়োজন অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু মুজিববাদী আধিপত্যের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, বাংলাদেশকে একটি সুবিচারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়তে হলে আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। একইভাবে সংখ্যালঘু ভাই-বোনদের অধিকারও সংরক্ষিত রাখতে হবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য সংবিধান বদলানো ও গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর এ সমাবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবিতে নানা বক্তব্য উঠে আসে।

Shera Lather
Link copied!