মৌলিক সংস্কার নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে না হাঁটার পরামর্শ দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন নির্বাচনের আগে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।
নুরুল হক নুর তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘নির্বাচনের আগে যেন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে হবে। এটি আজকের সমাবেশের একটি দাবি।’ তার এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, কারণ এর মাধ্যমে নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি আরও জোরালো হলো।
এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। পরবর্তীতে দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।