বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ জুলাই) খেলার শুরুর আগেই তিনি মাঠে পৌঁছান।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। তাদের ইনিংস শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন মির্জা ফখরুল। মাঠে তার উপস্থিতি ভক্ত-সমর্থকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে।
এ দিন আরও মাঠে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে, যিনি ছেলেকে সঙ্গে নিয়ে খেলা উপভোগ করতে এসেছিলেন।
দীর্ঘদিন পর হোম গ্রাউন্ডে আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা। যদিও সিরিজ শুরুর আগে গ্যালারি পূর্ণ হবে কি না তা নিয়ে ছিল সংশয়। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচেই স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়।
বিশেষ করে ইস্টার্ন গ্যালারি, আবু সাঈদ স্ট্যান্ড ও ক্লাব হাউজ ছিল দর্শকে ঠাসা। গ্যালারিতে বসে প্রিয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।
আপনার মতামত লিখুন :