রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ওষুধ সরবরাহসহ যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদলের সংশ্লিষ্ট ইউনিটসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব কার্যক্রম সমন্বয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে কাজ করবেন আরও তিনজন চিকিৎসক-নেতা:
১. ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল- 01993-221227
২. ডা. সাইফুল আলম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক- 01717-675761
৩. ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক- 01886-261361
৪. ডা. এরফান হোসেন নিবিড়, সহ-সাধারণ সম্পাদক- 01676-319220
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সংকটকালীন সময়ে সবাইকে রক্ত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনে হতাহতদের পাশে থাকার মানবিক আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :