জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মিনি সাজেক নামে খ্যাত কসবার কোল্লাপাথরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া, কোল্লাপাথর শহীদ মিনার, পেট্রোবাংলা,সাগরতলা,সালদানদী, কৈখলা গণসংযোগ শেষে কোল্লাপাথর ভান্ডারী বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বায়েক ইউনিয়ন আমির আলী আশরাফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা আমীর দ্বীন ইসলাম ভুইয়া, সেক্রেটারি গোলাম সারওয়ার, কসবা পশ্চিম ইউনিয়নের আমীর সালাহউদ্দিন, আই আইইউসির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দীকি, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম, জামায়াত নেতা হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন, শাহ আলম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইয়াকুব আলী প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, দুর্নীতিতে আকণ্ঠ অসৎ নেতৃত্ব কসবা-আখাউড়াকে সুন্দরভাবে গড়ে তুলতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ধরণের রাজনৈতিক নেতৃত্বকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।
গণসংযোগের শুরুতে আতাউর রহমান সরকার শহীদ স্মৃতি কবরস্থানে যান,দোয়া করেন।
আপনার মতামত লিখুন :