প্রথমবারের মতো নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে গণঅধিকার পরিষদ।
সোমবার (২৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এই হিসাবপত্র জমা দেন।
২০২৪ সালে দলটির মোট আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। ফলে বছরের শেষে দলটির উদ্বৃত্ত ছিল ১৩ হাজার ২১২ টাকা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন ছিল জাতির জন্য লজ্জাজনক। এখন সরকারের দায়িত্ব হলো জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা।’
তিনি আরও জানান, এ বিষয়ে ইসিকে চিঠি দেওয়া হয়েছে। তবে সিইসি জানিয়েছেন, সরকার নিষিদ্ধ না করলে ইসি এসব দলের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারে না।
রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগের নেতারা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে তারা ইসিকে অবহিত করেছেন। সিইসি নাকি বলেছেন, দলের পদে থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রাশেদ আরও বলেন, ‘সমন্বিত নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ নয়, বরং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আসল বিষয়। তাই আওয়ামী লীগ ও তার মিত্রদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনের উচিত কার্যকর ব্যবস্থা নেওয়া।’
এ দিন বাংলাদেশ খেলাফত আন্দোলনও তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলটির সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন জানান, ২০২৪ সালে তাদের আয় ছিল ৩১ লাখ ৫৫ হাজার ৬৫৬ টাকা এবং ব্যয় ৩১ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা। উদ্বৃত্ত রয়েছে ৩৮ হাজার ৩৪৮ টাকা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন