জাতীয় শহীদ মিনারে পূর্বনির্ধারিত ছাত্র সমাবেশের স্থান ছেড়ে দিয়ে শাহবাগে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। আগামী ৩ আগস্ট বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দলটি। বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি জানান, জুলাই মাসব্যাপী গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদল শহীদ মিনারে ছাত্র সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল। তবে একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় এনসিপি। এনসিপির পক্ষ থেকে ছাত্রদল ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বারবার যোগাযোগ করা হয় এবং সমাবেশ স্থল পরিবর্তনের অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ বিবেচনায় নিয়েই শহীদ মিনার ছেড়ে সমাবেশের নতুন স্থান হিসেবে শাহবাগ নির্ধারণ করা হয়েছে।
রাকিব বলেন, ‘আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নিই এবং আমরাই প্রথমে কর্মসূচি ঘোষণা করি। এই ধরনের একটি কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করার পর ভিন্ন স্থানে স্থানান্তর করা অত্যন্ত কঠিন এবং বিব্রতকর কাজ। তবুও আমরা গণতান্ত্রিক সহাবস্থানের চর্চা থেকে এবং সব মত-পথের প্রতি শ্রদ্ধা রেখে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’
ছাত্রদলের দাবি, কর্মসূচিটি শহীদ মিনারে আয়োজনের মূল কারণ ছিল জনভোগান্তি এড়ানো এবং প্রতীকী গুরুত্ব বহন করা। তবে উদারনৈতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা এনসিপির অনুরোধকে গুরুত্ব দিয়ে এই পরিবর্তন করেছেন।
নতুন কর্মসূচির স্থান ঘোষণা করে রাকিব বলেন,‘আমাদের ৩ আগস্টের ছাত্র সমাবেশটি এখন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। রাজধানীর ব্যস্ত সড়কে এই স্থান পরিবর্তনের কারণে যদি কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়, তার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, নগরবাসী আমাদের উদার মনোভাব ও রাজনৈতিক সহনশীলতার এই উদাহরণকে সম্মান জানাবেন।’
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হবে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্রসমাজের অবস্থান পরিষ্কার করা হবে।


-20250728202009.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন