জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘আমরা কাঁটার পরিবর্তে ফুল দিলাম। উসকানির জবাবে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম।’
রাকিব জানান, পূর্বঘোষিত স্থানেই সমাবেশ আয়োজনের আইনি বৈধতা ও প্রস্তুতি ছাত্রদলের ছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘পুনঃপুন অনুরোধ’ বিবেচনায় নিয়েই শহীদ মিনারের পরিবর্তে শাহবাগকে সমাবেশস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা মনে করি, এই পদক্ষেপ বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে শান্তি, সহনশীলতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘যারা সফল অভ্যুত্থানের পর তা এককভাবে নিজেদের কৃতিত্ব হিসেবে দেখাতে চাচ্ছেন, আশা করি আমাদের এই উদার অবস্থানের পর তাঁরা আত্মসমালোচনায় ফিরে যাবেন। অন্য মতের প্রতি শ্রদ্ধা রেখে সুস্থ ধারার রাজনীতিতে ফিরবেন।’
সংবাদ সম্মেলনে রাকিব বলেন, ‘আজকের বার্তাটি খুবই স্পষ্ট—আমরা ইতিবাচক, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, পরমতসহিষ্ণু ও নীতিনির্ভর ছাত্ররাজনীতি চাই। এ পথেই আমরা এগিয়ে যেতে চাই।’
তিনি উল্লেখ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি স্থানে পরিবর্তন আনা একটি কঠিন ও বিব্রতকর সিদ্ধান্ত। তবে জনভোগান্তি এড়াতে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মনোভাব বজায় রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
‘আমরা শহীদ মিনারে সমাবেশের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছিলাম,’ বলেন রাকিব। ‘তবু সহনশীলতা ও রাজনৈতিক সৌজন্যের স্বার্থে আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’
সমাবেশ স্থান পরিবর্তনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কিছুটা যানজট ও অসুবিধা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এই অনিচ্ছাকৃত অসুবিধার জন্য আমরা নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি, নাগরিকেরা আমাদের অবস্থান ও এর পেছনের দায়বদ্ধতা উপলব্ধি করবেন।’