ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

‘স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের উত্থান’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৬:৪০ পিএম
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে একটি মিনি ম্যারাথন আয়োজন করেছে এবি পার্টি। সংগৃহীত

শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর পর নতুন প্রজন্মই আজ ক্ষমতার মূল উৎস হয়ে উঠেছে এবং স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাংগঠনিক সম্পাদক সাঈদ নোমান।

শুক্রবার (১ আগস্ট) রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে একটি মিনি ম্যারাথন আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সকাল ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়।

ভোর সাড়ে ৫টার পর থেকেই প্রতিযোগীরা বিনোদপুর বাজারে একত্র হতে শুরু করেন। সকাল ৬টার দিকে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন শুরু হয়।

ম্যারাথনের পথ ছিল- বিনোদপুর থেকে তালাইমারী মোড়, তারপর চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফেরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুহাম্মদ সাঈদ নোমান।

তিনি বলেন, ‘জুলাই শহীদদের স্মরণ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার উদ্দেশ্যেই এই আয়োজন। নতুন বাংলাদেশে আমাদের মত পথ আলাদা থাকবে কিন্তু ভালো কাজের প্রতিযোগিতাকে আমরা জারি রাখতে চাই। 

ম্যারাথনে পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারীরা যথাক্রমে ১০ হাজার, ৮ হাজার এবং ৫ হাজার টাকা পান। তিন নারীসহ মোট ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা অংশগ্রহণকারীদের জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টি-শার্ট, গ্লুকোজ পানি এবং বিশেষ খাবারের ব্যবস্থা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন তরুণ।

অংশগ্রহণকারীরা বলেন, ‘অনেক দিন পর অনেকেই একসঙ্গে দৌড়ালাম। এখন থেকে প্রতিদিন সকালে দৌড়াবো।

‘জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকারের পতন নয়, এটি একটি নতুন সূচনার নাম। সেই নতুন নিশ্বাস নিয়েই ম্যারাথনে অংশ নিয়েছি।’