ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

সাইকেল শোভাযাত্রার মাধ্যমে শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১১:২২ এএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাইকেল শোভাযাত্রা।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ফতেহ গণভবনের উদ্দেশে যাত্রা করে। এতে শিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশ নেন।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সেই উপলক্ষ্যেই আমরা এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি।

তিনি আরও বলেন, গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনো আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

ঢাবির টিএসসিতে শিবিরের এই কর্মসূচিতে থাকছে জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী, জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, গান, কবিতা, নাটক ও মাইম, প্ল্যানচেট বিতর্ক ও আলোচনা সভা।