এক অভাবনীয় রাজনৈতিক সম্প্রীতির চিত্র দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পাঠ করছিলেন।
অনুষ্ঠান চলাকালেই প্রবল বৃষ্টি শুরু হলে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের ছাতার নিচে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিবির সভাপতি জাহিদুল ইসলামের ছাতার নিচে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দেখা যায়।
এ ছাড়াও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ছাতার নিচে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমকেও (চরমোনাই পীর) দেখা গেছে।
এমন দৃশ্যর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। এমন সৌহার্দপূর্ণ চিত্র দেখে শুভকামনা জানিয়েছেন অনেকে।
সংশ্লিষ্টরা মনে করছেন—ভিন্নমত ও আদর্শের সংগঠনগুলোর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে। এটি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক প্রমাণও বলে মনে করা হচ্ছে।
নেটিজেনরা বলছেন—রাজনীতিতে প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকবে, সেটা স্বাভাবিক। সেই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যও বজায় থাকুক। দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে যে সৌজন্যতা দেখা গেল, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।




