ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৯:৩০ এএম
ডেইলি স্টার, ঢাবি শিবির ও আজকের পত্রিকার লোগো। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি নিয়ে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের অভিযোগ এনে দ্য ডেইলি স্টার এবং আজকের পত্রিকাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বুধবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. ফরহাদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রতিবাদলিপিতে এ আহ্বান জানানো হয়।

শিবিরের দাবি, দ্য ডেইলি স্টার তাদের বাংলা ও ইংরেজি সংস্করণে ‘প্রক্টরিয়াল আদেশ অমান্য করে ঢাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিবির’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।’

প্রতিবাদপত্রে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক আয়োজন পূর্বানুমতি নিয়েই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আয়োজনে কিছু সামান্য পরিবর্তনও আনা হয়েছিল।’

তারা আরও দাবি করে, ‘প্রক্টর দপ্তর বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত বা মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তাই ‘নিষেধাজ্ঞা অমান্য’-এর অভিযোগ ভিত্তিহীন।’

শিবিরের পক্ষ থেকে বলা হয়, ‘এই ধরনের ভিত্তিহীন সংবাদ কেবল একটি স্বনামধন্য ছাত্রসংগঠনের সুনাম ক্ষুণ্ণ করছে না, বরং সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও লঙ্ঘন করছে। আমরা প্রত্যাশা করি, দ্য ডেইলি স্টার তাদের সংবাদ পর্যালোচনা করে যথাযথ তদন্তসাপেক্ষে ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করবে।’

আজকের পত্রিকা ‘ঢাবিতে প্রক্টরিয়াল নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শিবিরের কর্মসূচি’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা নিয়েও ছাত্রশিবির একই ধরনের প্রতিবাদ জানিয়েছে।

অন্য একটি প্রতিবাদ লিপিতে বলা হয়, ‘আমরা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদটিকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ হিসেবে প্রত্যাখ্যান করছি এবং দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি।’

প্রতিবাদপত্রে আরও বলা হয়, ‘পত্রিকাগুলোর এমন মনগড়া রিপোর্টিং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাংগঠনিক ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা। আমরা অনতিবিলম্বে সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি।’