ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ডাকসুতে নারীর প্রার্থীর উপর আক্রোশের অভিযোগ সাদিক কায়েমের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৫:২৫ পিএম
ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদেক কায়েম।

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে সাদেক কায়েম লিখেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেয়া হয়েছে। কেবল তাই নয়, নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে। এই ঘটনায় হামলাকারীদের স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে।

তিনি লিখেন, অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি হবে।