গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই হামলার পেছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পুলিশের ভূমিকা সন্দেহজনক। ২৪ ঘণ্টা পার হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, যা নিন্দনীয়।’
ডা. তাহের ভিপি নূরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি করেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন