গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছে গণঅধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ জানান, চিকিৎসকরা রাত ৮টার সময় জানিয়েছেন— আরও অন্তত ৩৬ ঘণ্টা নুরকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাপা কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করলে নুরুল হকসহ কয়েকজন আহত হন। তার নাকের হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
এ ঘটনায় গণঅধিকার পরিষদ অভিযোগ করেছে, জাপার নেতাকর্মীরাই তাদের মিছিলে হামলা চালায়। তবে জাপার পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে আক্রমণ করে।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংঘর্ষ শুরুর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তা উপেক্ষা করে কিছু নেতাকর্মী পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন এবং বাহিনীর ওপর হামলা চালান। পরে রাত ৯টার দিকে মশাল মিছিলসহ সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা হয়।
আইএসপিআর জানিয়েছে, জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয় এবং এ সময় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন