জুলাই সনদের আইনি ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনকে ভিন্ন মাত্রায় আয়োজনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের মতে, এ নির্বাচনের ধরন নির্ধারণ করলেই দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতির জন্য আসন্ন নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। এতে ৫৫ বছরের রাজনৈতিক সংকট ও ব্যক্তি কেন্দ্রিক শাসনব্যবস্থার স্থায়ী সমাধান সম্ভব হবে।’
বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
আরিফুল ইসলাম জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে সরকারের দ্রুত উদ্যোগ কামনা করেছে এনসিপি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে আটক সমর্থকদের দেশে ফেরাতে সহযোগিতা চেয়েছে দলটি।
এ ছাড়া গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার সক্রিয় ভূমিকা এবং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানিয়েছে এনসিপি। আরিফুল ইসলামের ভাষায়, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হলে জাতীয় পার্টিরও কার্যক্রম স্থগিত হওয়া উচিত।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন