হাসিনার আমলে তার নির্দেশে ডিজিএফআই যেসব গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নৃশংসতা ঘটিয়েছে সেসব অপকর্মের পেছনে সংস্থাটির সদস্যসহ যারা জড়িত ছিলেন, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে সারজিস আলম লিখেন, হাসিনার আমলে তার নির্দেশে ডিজিএফআই যেসব গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নৃশংসতা ঘটিয়েছে সেসব অপকর্মের পেছনে সংস্থাটির সদস্যসহ যারা জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জালিমরা অন্যায় করে পার পেয়ে গেলে আরও জালিম হয়ে ওঠে, মজলুমদের ওপর জুলুম বাড়তে থাকে।
তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ যেন ডকুমেন্টারি তৈরির মধ্যে সীমাবদ্ধ না থাকে। ওই খুনিদের বিচার নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, এটা যেন তারা ভুলে না যায়।
এনসিপির এই নেতা লেখেন, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেনাবাহিনীর একাংশ, বিডিআরের একাংশ এবং দেশের বাইরের এজেন্সি যুক্ত ছিল। এটি কোনো বিদ্রোহ নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।