গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুবনেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে নুরের সঙ্গে দেখা করে একটি ছবি পোস্ট করেন তিনি।
পোস্টে ইশরাক লেখেন, নুরুল হক নুরের অবস্থা এখনো আশঙ্কাজনক। দলের কয়েকজন নেতা ও তার ঘনিষ্ঠজনদের বরাতে তিনি জানান, নুরের চেহারাতেই তার শারীরিক দুরবস্থা স্পষ্ট। তিনি প্রশ্ন তোলেন ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত কতজনকে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে, তা দেশের জনগণ জানতে চায়।
ইশরাক বলেন, কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। নুরকে হত্যার উদ্দেশ্যেই এ আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে নুরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার আজ না হোক, কাল হবেই। তবে নুরের কিছু হলে বর্তমান সরকারের টিকে থাকার সুযোগ থাকবে না।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন