মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:৩০ এএম

স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য বিবেচনা করেই ডাকসুতে ভোট দিন : ছাত্রদল সেক্রেটারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:৩০ এএম

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি- সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে দেশের স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অভ্যুদয় ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কেন্দ্রবিন্দু। ডাকসু নির্বাচন এখানে শিক্ষার্থী ও দেশের নাগরিকদের জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা।

নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার। অপারেশন সার্চলাইটের সময় হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা প্রথমে বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। রোকেয়া হলে নারী শিক্ষার্থীদের ওপর বর্বরতা চালানো হয়। মধুর ক্যান্টিনে ও জগন্নাথ হলে শিক্ষার্থীরা হত্যাযজ্ঞের শিকার হন। শহীদুল্লাহ হলে হাউস টিউটর ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক আতাউর রহমান খান খাদিমসহ একাধিক শিক্ষক শহীদ হন।

তিনি উল্লেখ করেন, বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধীদের নীলনকশা অনুযায়ী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকরা। গোবিন্দ চন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আবুল খায়ের, জ্যোতির্ময় গুহঠাকুরতা প্রমুখ। এই হত্যাকাণ্ড বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছে ইসলামি ছাত্রসংঘ ও তাদের মিলিটারি উইং আল বদর বাহিনী।

নাছির উদ্দীন নাছির বলেন, সকল শিক্ষার্থীর উচিত ডাকসু নির্বাচনে ভোট প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য বিবেচনা করা।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে একটি স্বাধীনচেতা ক্যাম্পাস। এখানে কোনো গোষ্ঠী নারীদের চলাচল বা পোশাকের স্বাধীনতা সীমিত করতে পারবে না। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। আমাদের ক্যাম্পাস সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। ধর্ম, বর্ণ বা জাতিসত্তা নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে।

নাছির উদ্দীন নাছিরের মতে, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ। হল দখল, গেস্টরুম জবরদস্তিমূলক দখল ও জবরদস্তিমূলক রাজনীতির অপসংস্কৃতি নির্মূল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি শেষ করেন, জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থীরা ফ্যাসিবাদবিরোধী, শিক্ষার্থীদের অধিকারের পক্ষের, সাম্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আগামীকালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের পক্ষে আপনার মূল্যবান ভোট দিন।

Link copied!