রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন করেন।
তিনি বলেন, সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফল করতে চেয়েছেন। তিনি জাকসু নির্বাচনের ব্যালট পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানোর বিষয়ে প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে। তিনি জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশার শঙ্কা প্রকাশ করেন।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। তিনি দাবি করেন, সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে।
রিজভী বলেন, দেশের মাটি মিশ্রিত রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংস্কৃতির চর্চা করে বিএনপি। যারা অভ্যুত্থানে ছিলেন, তাদের অনেকেই কিন্তু আরেকটি সংস্কৃতি নিয়ে আসতে চান। সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চান তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন