ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

একটি দল জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে: মির্জা ফখরুল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৬:৪৭ পিএম
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- রূপালী বাংলাদেশ

যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি।

গাজীপুরের কাপাসিয়ায় শনিবার (১১ অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনে বিএনপি নেতারা রাতে ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, গেল ১৭ বছরে বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সকলে সোচ্চার ও সজাগ থাকতে হবে। যারা দেশের ক্ষতি করেছে তারা যেন কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সে সিদ্ধান্ত আপনারা নেবেন।

মির্জা ফখরুল বলেন, আজকে সরকারের মধ্যে থেকে যে কথাগুলো আসছে বিএনপির তিন দফার মধ্যে তা আছে। অনেকেই বলেন বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। তরুণদের জন্য বিএনপি ১ কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা একজন দক্ষ ও যোগ্য ব্যক্তি, তিনি একজন নোবেলজয়ী। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ও সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৪ মাস পর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার মাধ্যমে। মানুষ অনেক আশা নিয়ে বসে আছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পুনরুদ্ধারের আশায়। আপনার সরকারে অনেকেই বিভিন্ন সুরের কথা বলছে, যা মানুষ আলোচনা করে।

এসময় তিনি আরও বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। তারা ইসলামের কথা বলে মানুষের মধ্যে ভূল বার্তা পৌঁছে দিয়ে ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে। সংবাদ মাধ্যম শুরুই করে ছিলেন জিয়াউর রহমান আর সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়ে ছিল শেখ মজিবুর রহমান। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরে দিয়ে ছিলেন জিয়াউর রহমান।

হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজ (১১ অক্টোবর, শনিবার) গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ড. এম এ কাইয়ুম, বেনজীর আহমেদ টিটু, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, মো. মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ঘাগটিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্মরণসভায় হান্নান শাহার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপিসহ দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে হান্নান শাহ পুত্র রিয়াজুল হান্নান রিয়াজকে গাজীপুর-৪, কাপাসিয়া থেকে নির্বাচিত করার আহ্বান জানান।