ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সরকার সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা হারিয়েছে: জাপা মহাসচিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৭:৩১ পিএম
জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি -সংগৃহীত

জাতীয় পার্টির কর্মী সমাবেশ আয়োজনে অনুমতি ছিল না বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। 

তবে পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) দলটির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। 

তিনি বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু এটা সত্যি যে, আমাদের অনুমতি ছিল না। তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে।’

এসময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার সক্ষমতা হারিয়েছে বলে মন্তব্য করেন জাপা মহাসচিব।

শামীম পাটওয়ারী বলেন, ‘এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।  একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।’

এর আগে, বিকেলে কর্মী সমাবেশ কেন্দ্র করে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করে পুলিশ।