জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর এবার ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।
সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এমন আবেদন জানান।
আবেদনে বলা হয়েছে, ‘২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে। দলের প্রথম প্রচারপত্রে ন্যাচারাল ডিজাইনে শাপলার ব্যবহার হয়। পরে শৈল্পিক ডিজাইন করে সব কাগজপত্রে শাপলা দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন থেকে বলা হয়, শাপলা জাতীয় প্রতীক এবং এটা দলীয় প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশনের উক্ত কথার পরিপ্রেক্ষিতে আমরা ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেই, যদিও আবেদনপত্রের সঙ্গে জমাকৃত কাগজপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলার ছবি ছিল।
পরে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অনুসারে যখন বাংলাদেশ কংগ্রেস-এর নিবন্ধন দেওয়া হয়, তখন আমরা ‘বই’ প্রতীক দাবি করি, কিন্তু গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় বলে আমাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করা হয়।
সম্প্রতি কোনো কোনো রাজনৈতিক দল থেকে ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক ‘শাপলা’কে যদি দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়, সে ক্ষেত্রে প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে। সুতরাং দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ করলে বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার প্রদান পূর্বক ‘ডাব’ প্রতীকের পরিবর্তে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের আবেদন জানাচ্ছি।’
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক না দিলে নিবন্ধন না দেওয়ার ঘোষণা দিয়েছে। দলটির আগে নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল। ইসি ওই দলটিকেও দেয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন