সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৭:২৪ পিএম

বসুন্ধরা স্পোর্টস সিটিতে স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা উদ্বোধন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৭:২৪ পিএম

সুন্ধরা স্পোর্টস সিটিতে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ-২০২৫’ আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ছবি- সংগৃহীত

সুন্ধরা স্পোর্টস সিটিতে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ-২০২৫’ আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ছবি- সংগৃহীত

বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ-২০২৫’। চলবে ১৩ থেকে ১৬ অক্টোবর। অংশ নিবে ১৮০ জন প্রতিযোগী।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে এবারের আসর উদ্বোধন করা হয়েছে। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বেলুন উড়িয়ে এবং টুনামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগীতার উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব)-সহ নির্বাহী কমিটির সদস্যগন, উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমানসহ উর্ধতন কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম-সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘গত চার বছর দেশে স্কোয়াশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে সামনে সুদিন আসবেই।’

ফেডারেশনের সাধারন সম্পাদক জি এম কামরুল ইসলাম বলেন, ‘স্কোয়াশকে দেশ ব্যাপি ছড়িয়ে দেওয়া এবং নতুন খেলোয়াড় তৈরি করে খেলার মান উন্নয়ন, প্রচার ও প্রসার ঘটিয়ে বাংলাদেশের স্কোয়াশকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে নেওয়ার লক্ষে এই প্রতিযোগীতার আয়োজন।’

উর্মি গ্রুপের প্রতিনিধি ফায়েজ রহমান বলেন, ‘খেলাটির প্রচার ও প্রসারের সাথে আগামী দিনগুলোতেও উর্মি গ্রুপ ফেডারেশনের সাথে সম্পৃক্ত থাকবে।’

বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম বলেন, ‘বাংলাদেশে মৃত্যপ্রায় স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করনে স্কোয়াশ ফেডারেশনের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।’
 
উল্লেখ্য, উর্মি গ্রুপ ও তুরাগ একটিভ এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন এর আয়োজনে পঞ্চমবারের মতো এ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সময়ের বিবর্তনে ম্লানমুখী এই খেলাকে বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন মধ্যে ৫ বছরের জন্য একটা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই চুক্তির ফলে খেলোয়াড়েরা বসুন্ধরা স্পোর্টস সিটির সকল সুবিধা ব্যবহারের সুযোগ পাবে। তারা আন্তর্জাতিক পর্যায়েও অংশগ্রহণের সুযোগ পাবে। 

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ১ অক্টোবর থেকে দেশব্যাপী ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আঞ্চলিক পর্ব শেষ হয়। সেখান থেকে বিজয়ী ও নির্বাচিত ৮০ জন খেলোয়াড়কে নিয়েই শুরু হয়েছে শিরোপার লড়াই।

নয়টি গ্রুপে হচ্ছে প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের গ্রুপগুলো হলো- উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার, ১১ বছরের কম, ১২-১৩ বছর, ১৪-১৫ বছরের ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপ। 

চার দিন ব্যাপি চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগীতা রাউন্ডরবিন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর বিকাল ৩ টায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ক্লাব/প্রতিষ্ঠান হল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আই ইউ বি, মিরপুর আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, ভাষানটেক সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, শহীদ আনোয়ার কলেজ, ভাষানটেক স্কুল, কালশী ইসলামিয়া হাই স্কুল, গোল্ডেন বাংলা আইডিয়াল স্কুল।

এ ছাড়া ফাতেমা আজিজ স্কুল, জামুরীপাড়া স্কুল, ঠাকুরগাঁও, মিরপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কালাচাঁদপুর স্কুল এন্ড কলেজ, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, চট্টগ্রাম ক্লাব, হবিগন্জ উচ্চ বিদ্যালয়, উত্তরা পুলিশ কলেজ, ঢাকা স্কোয়াশ একাডেমি। 

উন্মুক্ত পুরুষ গ্রুপে ছিলেন উত্তরা ক্লাবের সুমন ও আরিফ, গুলশান ক্লাবের সৈকত, চট্টগ্রাম ক্লাবের সাইফুল, বিকেএসপির সাইমুন, পারভেজ, আমিনুল এবং আর্মির রনি, শাহাদাৎ, মাসুম, আপন, রাকিব, আজিজ, নায়েব, সাজ্জাত ও শরিফ প্রমুখ। 

মেয়েদের গ্রুপে আই ইউ বি-র উর্ধু ও জ্যতি, শহীদ আনোয়ার কলেজের রাফিয়া, নির্ঝর স্কুলের নাবিলা, উত্তরা পুলিশ কলেজের চাঁদনী সরকার এবং ভাষানটেক স্কুলের ফাহমিদা ও মেঘনা, গোল্ডেন বেঙ্গল স্কুলের মীম।

এ ছাড়া উন্মুক্ত মেম্বার গ্রুপে ফজলে ওয়ালী, ওয়ালিদ হাসান, জাকির মো: হোসাইন, মো: আবু কায়সার, আশিকুর রহমান, মো. রায়হান, ব্রি, জে, আজিজ, মো. আহসান, লে. কর্নেল সামস, মোহামেন হক আলিফ, ব্রি. জে. আসাদ, সাদমান উদ্দিন খান, ব্যারেষ্টার সারোয়ার ও মো. মবিন আগামী চার দিন নিজ নিজ গ্রুপে শ্রেষ্টত্বের জন্যে লড়াই করবে।

Link copied!