নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের বড় সংগ্রহ গড়ে টাইগ্রেসরা, যা নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই কৃতিত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার, যিনি খেলেছেন মাত্র ৩৫ বলে অপরাজিত ৫১ রানের ঝড়ো ইনিংস।
ইনিংসের সূচনাটা ছিল অনেকটাই ধৈর্য্যশীল ও পরিকল্পিত। দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার সময় নিয়ে ইনিংস গড়ার কাজ শুরু করেন। তারা উদ্বোধনী জুটিতে ১৬.১ ওভারে ৫৩ রান যোগ করেন। রুবাইয়া ৫২ বলে ২৫ রান করে ফিরে যান, ইনিংসে মারেন দুটি চার। এরপর সাজঘরে ফেরেন ফারজানাও, যিনি ৭৬ বল মোকাবিলা করে করেন ৩০ রান।
দলের মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তারা তৃতীয় উইকেটে যোগ করেন গুরুত্বপূর্ণ ৭৭ রান। জ্যোতি ৪২ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৫টি চারের মার। সুপ্তা নিজের ইনিংসে দেখিয়েছেন স্থিরতা ও কৌশল- ৭৭ বল খেলে ৫০ রান করেন, ইনিংসটি সাজান ৬টি বাউন্ডারির সাহায্যে।
শেষদিকে রান বাড়িয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তার ব্যাটে আসে ৩৫ বলে ঝোড়ো ও অপরাজিত ৫১ রান। ইনিংসটি ছিল ৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো, যা বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। একই সঙ্গে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর কীর্তিও গড়েছেন তিনি।
স্বর্ণার সঙ্গে শেষদিকে দ্রুত রান তোলায় সহযোগিতা করেন ঋতু মনি। মাত্র ৮ বলে ৩টি চারের সাহায্যে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। এই দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করেই ২৩২ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ।
তবে এই ইতিবাচক চিত্রের মধ্যেও কিছু দুর্বলতা ছিল। বিশেষ করে রান আউটের সমস্যা যেন দলটিকে ভোগাচ্ছে। ম্যাচে শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মুস্তারি রান আউট হন। এ ছাড়াও ইনিংসজুড়ে একাধিকবার ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনা তৈরি হয়, যা ভবিষ্যতের ম্যাচে দলের জন্য সমস্যার কারণ হতে পারে।
এই ম্যাচের আগে বাংলাদেশ ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে ছিল ষষ্ঠ স্থানে। প্রোটিয়াদের বিপক্ষে এই রেকর্ড গড়া ইনিংস দলকে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে সহায়তা করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন