চলতি বছরের ডিসেম্বর মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি–টোয়েন্টি টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে আয়োজক সংস্থা ও দলগুলো। তবে এবারের আসরে ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে ছিল কিছুটা অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা দূর করে দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন তারা বিপিএলে খেলতে আগ্রহী এবং বরিশাল অংশ নিলে তামিম ইকবালই তাদের হয়ে মাঠে নামবেন।
সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, যা নিয়ে তৈরি হয় নানা জল্পনা। তবে এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি মনে করেন, তামিম মূলত সাধারণ খেলা বয়কটের কথা বলেছেন, বিপিএলের নয়।
মিজানুর রহমান বলেন, ‘আমি মনে করি না তামিম বিপিএলে খেলবেন না। তিনি যে ক্রিকেট বয়কটের কথা বলেছেন, সেটা সম্ভবত সাধারণ খেলার প্রসঙ্গে। যদি বিপিএল হয়, আমি তাকে অনুরোধ করব খেলতে। আর বরিশাল অংশ নিলে তামিম অবশ্যই খেলবেন বলে আমার বিশ্বাস।’
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জানিয়েছে, আসন্ন আসরের জন্য তারা পর্যাপ্ত প্রস্তুতির সময় পাচ্ছে না। তাই দলটি বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে টুর্নামেন্টের সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।
গভর্নিং কাউন্সিলের ঘোষণায় বলা হয়েছে, এবারের বিপিএলে মোট পাঁচটি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। তবে বরিশাল কর্তৃপক্ষের মতে, অল্প সময়ে দল গঠন, খেলোয়াড় চুক্তি এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থাপনা করা কঠিন হয়ে পড়ছে।
তাদের অনুরোধ, টুর্নামেন্টের শুরুর তারিখ কিছুটা পিছিয়ে দিলে সব দলই যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারবে যা বিপিএলের মান ও প্রতিযোগিতা উভয়কেই বাড়াবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন