২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের 'জি' গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডস দাপুটে জয় তুলে নিয়েছে। র্যাঙ্কিংয়ে নিজেদের থেকে অনেক পিছিয়ে থাকা ফিনল্যান্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডাচরা।
এই সহজ জয়ের ফলে স্বাগতিক নেদারল্যান্ডস বিশ্বকাপের মূলপর্বের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেল।
ম্যাচজুড়ে নেদারল্যান্ডসের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। পুরো খেলায় ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল তারা এবং আক্রমণভাগের নৈপুণ্যে ফিনল্যান্ডের রক্ষণভাগকে প্রায় পাত্তাই দেয়নি।
ম্যাচের প্রথমার্ধেই তিনবার বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করে ফেলে ডাচরা। দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল।
ঘরের মাঠে নেদারল্যান্ডসের গোলের সূচনা করেন ডোনিয়েল মালান। ম্যাচের অষ্টম মিনিটেই মেম্ফিস দিপাইয়ের সহায়তায় তিনি ডাচদের এগিয়ে দেন (১-০)। এর ঠিক নয় মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন দলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
১৭তম মিনিটে নেদারল্যান্ডস ২-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের বিরতির আগে ৩৮তম মিনিটে নেদারল্যান্ডসের তৃতীয় গোলটি করেন প্রথম দুই গোলের সহায়তাকারী মেম্ফিস দিপাই। পেনাল্টি থেকে গোল করে তিনি নিজের নামও স্কোরশিটে লেখান।
বিরতির পরেও নেদারল্যান্ডস আক্রমণের ধারা বজায় রাখে। তবে চতুর্থ গোলটি পেতে তাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়। ম্যাচের একেবারে শেষ দিকে ৮৪তম মিনিটে ফিনল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন কোডি গাকপো। তার গোলে নেদারল্যান্ডস ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে 'জি' গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল নেদারল্যান্ডস। তাদের ঠিক পেছনেই রয়েছে পোল্যান্ড, যারা ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন