সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৫৪ এএম

মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৫৪ এএম

আটককৃত জেলেরা। ছবি- সংগৃহীত

আটককৃত জেলেরা। ছবি- সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জন জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের মধ্যে আটজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত হাইমচর উপজেলার বারতহবিল সংলগ্ন মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে দিবাগত রাত ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একদল জেলে অবৈধভাবে ইলিশ শিকার করছিল। অভিযানিক দল ধাওয়া করে ১১ জন জেলেকে আটক করতে সক্ষম হয়। 

এসময় তাদের বোট থেকে প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।

পরে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। 

ভ্রাম্যমাণ আদালত আটককৃত ১১ জন জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া, অপ্রাপ্ত বয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক আরও জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!