দ্বিতীয় দফায়ও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানার। প্রথম দফায় ২৩৭ এবং দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের নাম প্রকাশ করা হলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম দফায় ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। এবার সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।
বিএনপি সূত্রে জানা গেছে, দল ধাপে ধাপে বাকি আসনের প্রার্থী ঘোষণা করবে। এ ছাড়া নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হবে। আগামী নির্বাচনের তপশিল ঘোষণার আগে দল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন