এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিতে দ্বিতীয় দফায় সেখানে গেছেন ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার কিছু পর তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় ৩ ঘণ্টা অবস্থান করেন। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।
এর আগে সকালে লন্ডন থেকে ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি হাসপাতালে যান ডা. জুবাইদা। সেখানে তিনি শাশুড়ির সার্বিক চিকিৎসা ও অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় কাটান।
দলের সূত্র জানায়, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ উদ্দেশে কাতারের আমিরের পক্ষ থেকে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা শুক্রবার ঢাকায় পৌঁছায়নি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানান, সব ঠিক থাকলে আজ শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। মেডিকেল বোর্ড অনুমতি দিলে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।
দলের নেতাকর্মীরা আশা করছেন, দ্রুতই খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে পারবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন