বরগুনার বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. হাদিছুর রহমান পান্নাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বেতাগী পৌর অডিটোরিয়ামের পাশে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বেতাগী থানার একটি দল তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না।’
এ বিষয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের নীরবতা স্থানীয় রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই গ্রেপ্তার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এটি দলের ভেতরের কোন্দলের ফল, আবার কেউ কেউ একে আসন্ন আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি ঠেকানোর কৌশল হিসেবে দেখছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হাদিছুর রহমান পান্নাকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় বেতাগীজুড়ে রাজনৈতিক অঙ্গন আবারও সরব ও উত্তপ্ত হয়ে উঠেছে।


