ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

সাম্য হত্যায় ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ চাইল ছাত্রদল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৪:০৫ এএম
সাম্য হত্যার ঘটনায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ চাইল ছাত্রদল । ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১৩ মে) রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনেও বিক্ষোভ করেন তারা।

এ সময় নেতাকর্মীরা ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি ও প্রক্টরে। তাদের পদত্যাগ চাই।

এ সময় ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে' ইত্যাদি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।