ভোট বিক্রি করলে সৎ নেতৃত্ব আশা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৫ মে) রাত ৮টায় পটিয়া থানা মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, আমাদের দেশের নেতাদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন, বিদেশে টাকা পাচার করেন। তবে এর পেছনে জনগণেরও দায় রয়েছে। কারণ, যদি ভোটাররা তাদের ভোট বিক্রি করে দেন, তাহলে তারা কীভাবে আশা করেন, একজন নেতা পাঁচ বছর সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন?
তিনি বলেন, ভোটারদেরই সিদ্ধান্ত নিতে হবে—তারা কি টাকার বিনিময়ে নিজেদের অধিকার বিক্রি করবেন, না কি একজন সৎ ও যোগ্য নেতৃত্বকে সুযোগ দেবেন? আসুন আমরা সবাই মিলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ‘দক্ষিণ চট্টগ্রামে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল এই পটিয়া থেকেই। এখান থেকেই সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার বিকাশ ঘটে।’
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম (দক্ষিণ) জেলার বিভিন্ন উপজেলায় পথসভা আয়োজন করে। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী হয়ে শেষ হয় বোয়ালখালী উপজেলায়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও জুবাইরুল আরিফ প্রমুখ।
আপনার মতামত লিখুন :