অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জনগণ আপনাদের চায় না।’ শুক্রবার বিকেলে বনানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. মঈন খান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি মানুষকে ধোঁকা দিয়ে প্রেসিডেন্ট হননি আওয়ামী লীগের মতো। আজকের সরকার; তাদের বিভিন্ন কথা বলতে শুনছি। আমি তাদের সমালোচনা করতে চাই না। আমি তাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা নির্বাচনকে এত ভয় পান কেন?’
তিনি বলেন, ‘কেন ভয় পাচ্ছেন নির্বাচনকে? আপনারা জানেন, জনগণ আপনাদের চায় না? সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে আপনারা আর থাকতে পারবেন না- এই ভয় পাচ্ছেন? এটা খোলাখুলি বলেন। বলছেন না কেন?’
বিএনপি বাংলাদেশের মানুষের ওপর আস্থা রাখে উল্লেখ করে মঈন বলেন, ‘আমরা যদি ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে জনগণের ইচ্ছার প্রতিফল ঘটিয়ে দেশ পরিচালনা করব। দেখি, আমাদের চেয়ে কারা বেশি সংস্কার করতে পারে, আজকে যারা সংস্কারের বুলি আওড়াচ্ছে, তারা বাংলাদেশের সংস্কারের বুঝে কী?’
শহীদ জিয়াউর রহমানের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের বুঝতে হবে, জনগণ সব শক্তির উৎস; যে কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন। আজকে তার শাহাদাতবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করব। আসুন আমরা সেই শপথ গ্রহণ করি।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন