২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এই বাজেট নিয়ে কঠোর সমালোচনা করেছে বিএনপি।
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত এবং এতে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২ জুন) বিকেলে বনানীর হোটেল সারিনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই বাজেট রাজস্ব আয়ের সঙ্গে সম্পর্ক নেই। ব্যাংক থেকে সরকার যদি লোন নেয়, তখন প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হয় না। রাজস্ব আয়ের পুরোটাই পরিচালনা ব্যয়ে চলে যাবে।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আরো ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো পরিবর্তন দেখি না।’
বিগত সময়ের বাজেট এবং প্রস্তাবিত বাজেটের মূল কাঠামো একই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। আমীর খসরু বলেন, ‘এই বাজেটে শুধু সংখ্যাগুলো পরিবর্তন করা হলেও মূল কাঠামো একই রয়ে গিয়েছে।সুতরাং এটা আগামী সরকারের জন্য সহজ কিছু হবে না।’
বাজেট উপস্থাপনের সময় নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন