অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
বিএনপি সূত্র জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠক শুরু হয় এবং শেষ হয় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টা)। বৈঠক শেষে হাসিমুখে হোটেল ত্যাগ করেন তারেক রহমান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি ছিল একান্ত বৈঠক। বৈঠকে তারেক রহমান ও ড. ইউনূস ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকের আগে ডরচেস্টার হোটেলের সামনে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকের বিষয়ে রাজনৈতিক মহলে গত কয়েক দিন ধরেই জোর আলোচনা চলছিল। শেষ পর্যন্ত গত সোমবার সরকার ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বৈঠকে তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং বিচারপ্রক্রিয়া- এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। রোজার আগেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে তার প্রস্তাবের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
এদিকে, ড. ইউনূস বর্তমানে চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন। তিনি গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছান। অন্যদিকে, ২০০৮ সাল থেকে তারেক রহমান সপরিবারে লন্ডনে অবস্থান করছেন এবং বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন