ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় চীন: মির্জা ফখরুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৫:২৬ পিএম
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয়।

বৈঠকের পর মির্জা ফখরুল জানান, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে।

বিএনপি মহাসচিব জানান, বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, তৈরি পোশাক খাত, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৩ জুন) চীনের পিপলস গ্রেট হলে সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক করেন মির্জা ফখরুল।

সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেন। 

চীনের সংবাদমাধ্যম সিনহুয়ায় বলা হয়েছে, বৈঠকে লি হংঝং উল্লেখ করেন, চীন বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ ঐক্যমতের বাস্তবায়নের জন্য কাজ করতে ইচ্ছুক।