বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে অসুস্থ জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিকেল ৫টার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতা শুরু করেন ডা. শফিকুর রহমান। ৫টা ২০ মিনিটের দিকে তিনি প্রথমবার অসুস্থ হয়ে নিচে পড়ে যান। কিছু সময় পর মঞ্চে থাকা নেতারা তাকে দাঁড় করিয়ে রাখেন এবং মাথায় বাতাস করতে দেখা যায়। ৫টা ২৩ মিনিটে তিনি আবার বক্তব্য শুরু করলেও এক মিনিট না যেতেই ফের অসুস্থ বোধ করেন। এরপর ডান হাতে বুক চেপে ধরে বসে পড়েন এবং বসা অবস্থায় বক্তৃতা চালিয়ে যান।
বক্তৃতার এক পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি আমি বাঁচতে পারব না। তাই এটা নিয়ে কেউ বিচলিত হবেন না। তিনি শহীদি মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া চান।’
বক্তৃতা শেষে ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন ডা. শফিকুর রহমান।
আপনার মতামত লিখুন :