ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৬:৩৪ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চালানো গণহত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি বলেন, শেখ হাসিনার শাসন মানবতার জন্য এক চরম কলঙ্ক।

রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি উদাহরণ নয়। গত দেড় দশকের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা ও দমন-পীড়নের মাধ্যমে যে গণহত্যা সংঘটিত হয়েছে, তার জন্য শেখ হাসিনাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

তিনি আরও বলেন, মতভেদ থাকলেও বিএনপি চায় সবার অংশগ্রহণে একটি রেইনবো নেশন গড়ে তুলতে। জাতির জন্য, শহীদদের জন্য আমাদের কিছু করতেই হবে, না হলে ইতিহাস জাতিকে আমাদের ক্ষমা করবে না।

এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।