বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। বিষয়টি নিয়ে দলের নেতাকর্মীসহ সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, আমি দলের সবপর্যায়ের নেতাকর্মীদের অবগত করছি যে, একটি কুচক্রী মহল আমার জাল স্বাক্ষর ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে কিংবা আমার স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন ও প্রতারণামূলক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সব নেতাকর্মীকে অনুরোধ করছি এই বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিতে এবং কোনো অবস্থায় বিভ্রান্ত না হতে।
এদিকে একই দিনে রাজধানীর তুরাগে বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী, একই পরিবারের দুই ভাইবোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রিজভী।
তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সন্তান হারানোর বেদনার চেয়ে বড় কোনো শোক হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মর্মান্তিক ঘটনার পর থেকে আপনাদের খোঁজখবর নিচ্ছেন।
শোকাহত পিতা আশরাফুল আলম সন্তানদের কবর রক্ষার অনুরোধ জানালে রিজভী বলেন, কবরের ওপর যাতে আর কারও কবর না দেওয়া হয়, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। এরপর তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।
আপনার মতামত লিখুন :