বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী আজ, ১২ আগস্ট। তিনি ১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।
এই বিশেষ দিনে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বনানী কবরস্থানে মরহুম কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১১টায় দলের সিনিয়র নেতারা এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
মরহুম আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহজ সরল এবং অন্তর্মুখী স্বভাবের। বাংলাদেশ ক্রিকেট ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ঐতিহাসিক। যদিও প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন, তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালনকালে ক্রিকেট রাজনীতিমুক্ত করার জন্য কাজ করেছেন। বিশেষ করে বিরোধীদলীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সহযোগিতায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অধিকাংশ ক্রিকেটার না হলেও কোকো ছিলেন ডিওএইচএস ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে ক্রিকেট খেলোয়াড়। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনে তিনি বহুমুখী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন