ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সাকা চৌধুরীর রায় আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল: হুম্মাম কাদের

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৫:৪৩ পিএম
হুম্মাম কাদের চৌধুরী। ছবি- সংগৃহীত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়কে ‘রাজনৈতিক প্রতিশোধের ফল’ আখ্যা দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তার দাবি, ট্রাইব্যুনাল নয়, আইন মন্ত্রণালয়েই লেখা হয়েছিল এই রায়ের খসড়া।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হুম্মাম এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘হাসিনার মূল লক্ষ্য ছিল তার রাজনৈতিক বিরোধীদের সরিয়ে দেওয়া। গুম, খুন ও হত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকাই ছিল তার উদ্দেশ্য। সালাউদ্দিন কাদের চৌধুরীও সেই রাজনৈতিক আক্রোশের শিকার।’

যুদ্ধাপরাধের মামলার কার্যক্রম প্রসঙ্গে হুম্মাম দাবি করেন, ‘২০টি অভিযোগের মধ্যে মাত্র চারটিতে সাক্ষ্য হাজির করা সম্ভব হয়েছিল। আসলে বাবার রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বাবার বিচার প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা ছিল না। এটি ছিল একটি ‘জুডিসিয়াল মার্ডার’, যেখানে আওয়ামী লীগ সরাসরি জড়িত।’

এ সময় হুম্মাম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে সাকা চৌধুরীর পক্ষে বিদেশি চারজন সাক্ষীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। 

তিনি বলেন, ‘গোপন সেই বার্তার কারণে তাদের ভিসা প্রদান আটকে দেওয়া হয়। এই গোপন বার্তাগুলো পরিবারের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠানো হবে বলেও তিনি জানান।’