ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:০৪ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি- সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বের ইতিহাসে হজরত ওমরের পর সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে যিনি উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেখবেন, রাষ্ট্র পরিচালনার সময় জিয়াউর রহমানের গলায় একটি ছোট্ট কবজ বা তাবিজ ছিল। এটি কোনো সাধারণ কবজ নয়, এটি ছিল ৩০ পারার একটি কুরআন। তিনি এটি বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন।’

তিনি আরও বলেন, ‘যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস রাখে না, তারা এ দেশে ভোট দেওয়ার ও নির্বাচন করার অধিকার রাখে না। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।