ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মিয়া খলিফার সঙ্গে তুলনায় মাহির বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:৪৩ পিএম
ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। ছবি - সংগৃহীত

জাদুকরী মুখমণ্ডল এবং মনোমুগ্ধকর অভিনয়ের জন্য ছোটপর্দায় পরিচিত সামিরা খান মাহি। পর্দায় যেখানে দাঁড়ান, চরিত্র সেখানে প্রাণবন্ত হয়ে ওঠে, আর দর্শক এক মুহূর্তেই তার মাধুর্য আর অভিনয় কৌশলে মোহিত হয়ে যান। বিজ্ঞাপনের মধ্য দিয়ে শোবিজে পা রাখলেও, নাটকে অভিনয় দিয়েই তিনি খ্যাতির আসল স্বাদ পেয়েছেন।

 সামিরা খান মাহি। ছবি - সংগৃহীত

সম্প্রতি সামাজিকমাধ্যমে মাহির কিছু ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে কেউ হাসিমুখে ট্রোল করেছেন, আবার কেউ লিখেছেন ‘মিয়া খলিফার বাংলা ভার্শন’। 

কিন্তু মাহি চুপ থাকেননি। তিনি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

 সামিরা খান মাহি। ছবি - সংগৃহীত

গতকাল মাহির ফেসবুকে প্রকাশিত সেই ছবিগুলোতে তিনি সবুজাভ সায়ান রঙের কোট, চোখে চশমা পরে অফিসে বসে রয়েছেন। ছবিগুলো এসেছে তার আসন্ন নাটক ‘সুইট কলিগ’-এর প্রচারণার অংশ হিসেবে। ট্রোলের ঝড়ের মাঝেও মাহি স্পষ্ট করলেন, তার স্টাইল নিয়ে অহেতুক বিতর্ক করার দরকার নেই।

 সামিরা খান মাহি। ছবি - সংগৃহীত

ছবি, স্টাইল আর প্রতিভার সমন্বয়ে মাহি তৈরি করছেন এক আলাদা পরিচয়। নেটিজেনরা যতই মজা বা কটাক্ষ করুক, মাহির বার্তা একদম পরিষ্কার: স্টাইলের স্বাদ নিতে হলে যার যার নিজস্বতাকে গ্রহণ করা জরুরি।