বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে কালো শক্তি, যার নাম জামায়াতে ইসলাম। তিনি দাবি করেন, এই শক্তির অগ্রবর্তী ভূমিকা পালন করছে ইসলামী ছাত্রশিবির, যারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে।
সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেছেন, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, তাদের আমি নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে, এরা রাজাকারের বংশধর। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটি অংশকে যেকোনোভাবে প্রলুব্ধ করছে। কিন্তু সত্য হলো যদি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, বিএনপি আল্লাহর রহমতে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম ৫৪ বছর পর আল বদর, আল শামস ও জামায়াত পূর্বপুরুষের গ্লানি ভুলে গেছে। কিন্তু বাস্তবতা হলো, তারা আরও দ্বিগুণ শক্তি নিয়ে চক্রান্ত করে এ দেশে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে সেই কালো ইতিহাস আবারও সামনে এসেছে।
ফজলুর রহমান অভিযোগ করেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলেই জামায়াত আজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে গেছে। তাদের অর্থ-বিত্ত ও সাংগঠনিক শক্তি এতটাই বেড়েছে যে তারা দেশের প্রশাসন পর্যন্ত প্রভাবিত করছে। তার ভাষায়, “আজ সারা বাংলাদেশে এসিল্যান্ড থেকে ইউএনও, ওসি থেকে এসপি, ডিসি থেকে সচিব পর্যন্ত প্রশাসনে তাদের প্রভাব বিস্তার করেছে। কেবল প্রশাসন নয়, দেশের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, শেয়ার মার্কেট, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ ও ছাত্র সংগঠন সবখানেই তারা সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি মনে করেন, জামায়াত এখন নিজেদের আনঅফিসিয়াল ক্ষমতাধর মনে করছে, কিন্তু ভোটের রাজনীতিতে তাদের জনপ্রিয়তা সবসময়ই সীমিত। ভোটের হিসাবে তারা আগে ছিল ৭ শতাংশ, এখন তা আরও কমে গেছে। তাই অফিসিয়াল ক্ষমতায় তারা কখনো আসতে পারবে না। জনগণ বুঝে ফেলেছে, এরা রাজাকারের উত্তরসূরি। ৫৪ বছর পরও তারা সেই কুকীর্তি ভুলে যায়নি, বরং প্রতিশোধ নিতে চাইছে।
বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন তিনি। ফজলুর রহমান বলেন, তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচনে যাওয়ার কথা বলে কেবল বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে। কারণ আজকে বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়।
তার মতে, জামায়াতের এই কার্যক্রম শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য একটি বড় হুমকি। তিনি তরুণ সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “তাদের টাকা-পয়সার ফাঁদে পা না দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিতে হবে।