ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

লোভ-লালসা এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১১:০৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থেকে ধৈর্য ধারণ করতে এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। 

লন্ডনে সফর শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের পক্ষ থেকে এ বার্তা নেতাকর্মীদের পৌঁছে দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু । এসময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

হেলালুজ্জামান বলেন, ‘তারেক রহমান সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলের সব স্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার মধ্যে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং দেশের জনগণের জন্য দলের কার্যক্রম আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন।’

এদিকে, ১২ দিনের সফল লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।