ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:০৫ এএম
স্ত্রীর সঙ্গে মির্জা ফখরুল। ছবি- সংগৃহীত

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাহাত আরা বেগমের চিকিৎসকের সঙ্গে আগেই শিডিউল নির্ধারিত ছিল। সেই অনুযায়ী তারা সিঙ্গাপুর গেছেন। সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে তাদের যাত্রা হয়।

তবে তারা কতদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত মাসেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।