ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন সন্তোষজনক: সারজিস আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:৪৪ পিএম
সারজিস আলম। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তা সন্তোষজনক। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় ভোট দিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট করে তিনি এসব কথা জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, ‘ভোট গণনা চলছে, এরপর ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে।’

সারজিস আলম বলেন, ‘ডাকসু হলো একটি অভ্যুত্থানের ফল, যা কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা জেতা-হারার ভয়ে নষ্ট হওয়া উচিত নয়। যদি কেউ এমন করে, তাহলে তার দায় কখনো এড়িয়ে যাওয়া সম্ভব হবে না এবং তা বহন করে সামনে এগোতে হবে।’

তিনি আরও সতর্ক করেছেন, ‘যদি কেউ মনে করেন, নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেবেন না, তাহলে ডাকসু বানচাল করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের রাজনীতির কবর রচিত হবে।’

তফসিল অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। স্ব স্ব কেন্দ্রে গণনা শেষে সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এ ছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।